Thursday, March 27, 2025

সেকশন

English
Dhaka Tribune

আগামী ৫ জুন বসছে বাজেট অধিবেশন

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় এবার অধিবেশন দীর্ঘ করা হবে বলে জানা গেছে

আপডেট : ১৮ মে ২০২২, ০৮:৫৯ পিএম

আগামী ৫ জুন শুরু হচ্ছে একাদশ জাতীয় সংসদের ১৮তম অধিবেশন। এই অধিবেশনে ২০২২-২৩ অর্থবছরের বাজেট পেশ করা হবে।

বুধবার (১৮ মে) জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক মো. তারিক মাহমুদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।‌

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ৫ জুন বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের ১৮তম অধিবেশন আহ্বান করেছেন। 

সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি অধিবেশন আহ্বান করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সাধারণত বাজেট অধিবেশন দীর্ঘ হয়। অর্থমন্ত্রী বাজেট উপস্থাপনের পর সংসদ সদস্যরা প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনা করেন। তবে কোভিড সংক্রমণ পরিস্থিতির কারণে গত দুটি বাজেট অধিবেশন সংক্ষিপ্ত হয়েছিল। সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় এবার অধিবেশন দীর্ঘ করা হবে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।

   

About

Popular Links

x