Friday, April 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

সুনামগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু

এ সময় আরও ৪ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি 

আপডেট : ১৯ মে ২০২২, ০২:০৯ পিএম

সুনামগঞ্জের তাহিরপুরে ক্ষেত থেকে বাদাম তোলার সময় বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আরও চারজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে উপজেলার সুন্দর পাহাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়দের থেকে জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে সুন্দর পাহাড়ি গ্রামে ক্ষেত থেকে বাদাম তুলছিলেন কৃষকরা। দুপুরের দিকে প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হলে কৃষকরা নিরাপদ স্থানে যাওয়ার আগেই বজ্রপাতে তিনজন নিহত হন। এ সময় আরও চারজন গুরুতর আহত হন।

বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার বলেন, নিহত ও আহতের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।

   

About

Popular Links

x