Friday, May 24, 2024

সেকশন

English
Dhaka Tribune

প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা দিতে গিয়ে ফিরলেন লাশ হয়ে

চাঁদপুরে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাথমিক শিক্ষক নিয়োগের দুই পরীক্ষার্থী নিহত হয়েছেন

আপডেট : ২০ মে ২০২২, ০৪:০২ পিএম

চাঁদপুরে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাথমিক শিক্ষক নিয়োগের দুই পরীক্ষার্থী নিহত হয়েছেন। এসময় আরও দুইজন আহত হয়েছেন।

শুক্রবার (২০ মে) সকাল সাড়ে ৯টায় সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী উদ্ধারকারী সিএনজি চালক সাইফুল ইসলাম বলেন, “হাজীগঞ্জ থেকে সিএনজিতে করে এক অভিভাবকসহ তিন পরীক্ষার্থী চাঁদপুরের দিকে যাচ্ছিলেন। পথে ঘোষেরহাট এলাকায় অপরদিক থেকে আসা দ্রুতগামী একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।”

নিহত দুইজন হলেন- হাজীগঞ্জ এলাকার ফাতেমা আলম (২৪) এবং হাজীগঞ্জ নোয়াপাড়া এলাকার আব্দুল্লাহ (২৫)। এছাড়া আহত দুইজন হচ্ছে- হাজীগঞ্জ নোয়াপাড়া এলাকার আমেনা আক্তার (২৫) ও তার বাবা এটিএম ইয়াসিন (৬৫)। তারা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, “আমরা এ ঘটনায় পিকআপটি আটক করেছি। নিহতদের মরদেহ হাসপাতাল ও পুলিশ হেফাজতে রয়েছে। তবে দুর্ঘটনার পর সিএনজি চালককে খুঁজে পাওয়া যায়নি।”

About

Popular Links