Wednesday, June 25, 2025

সেকশন

English
Dhaka Tribune

জামালপুরে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু

জামালপুরে একটি কমিউটার এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে পৃথক স্থানে দুইজনের মৃত্যু হয়েছে

আপডেট : ২২ মে ২০২২, ১১:৪৭ এএম

জামালপুরে একটি কমিউটার এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে পৃথক স্থানে দুইজনের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলজার হোসেন।

শনিবার (২১ মে) জেলার ইসলামপুর পৌর শহরের ঋষিপাড়া এলাকায় এবং মেলান্দহ উপজেলার শাহজাদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ওসি মো. গোলজার হোসেন জানান, শনিবার বেলা ১১টার দিকে কমিউটার এক্সপ্রেস ট্রেনটি ইসলামপুর পৌর শহরের ঋষিপাড়া এলাকা অতিক্রম করার সময় শামছুল হক (৬০) নামের এক কলা ব্যবসায়ী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

অপরদিকে দুপুরে ট্রেনটি দেওয়ানগঞ্জ বাজার স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় এর নিচে কাটা পড়ে মেলান্দহ উপজেলার শাহজাদপুর গ্রামে অজ্ঞাত পরিচয়ের আরও এক ব্যক্তির মৃত্যু হয়। নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৪৫ বছর। শ্যাম বর্ণের ওই ব্যক্তির পরনে কালা রঙের লুঙ্গি ও গায়ে পাতলা একটি কম্বল ছিল।

পুলিশ মরদেহ দু’টি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় জামালপুর রেলওয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

   
Banner

About

Popular Links

x