Thursday, May 23, 2024

সেকশন

English
Dhaka Tribune

কালুরঘাট রেলসেতু ৮ ঘণ্টা বন্ধ থাকবে

৬৩৮ মিটার দীর্ঘ এই সেতুটি ২০০১ সালে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল

আপডেট : ২৬ মে ২০২২, ০৯:৫৮ পিএম

সংস্কার কাজের জন্য চট্টগ্রামের কর্ণফুলী নদীর ওপর নির্মিত কালুরঘাট রেলসেতুতে ৮ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকবে। 

বৃহস্পতিবার (২৬ মে) রাত ১০টা থেকে আগামীকাল শুক্রবার সকাল ৬টা পর্যন্ত সেতুর বিভিন্ন অংশে সংস্কারকাজ পরিচালনা করবে রেলওয়ের প্রকৌশল বিভাগ। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

রেলওয়ের পূর্বাঞ্চলের প্রকৌশলী (সেতু) মো. আবরার হোসেন বলেন, “কালুরঘাট সেতু অনেক পুরোনো। এ জন্য নিয়মিত সংস্কার করা লাগে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে আবারও সংস্কারকাজ করা হবে। তবে সেটি তেমন বড় কোনও সংস্কারকাজ না।”

কর্ণফুলী নদীর ওপর কালুরঘাট রেলসেতুর নির্মাণকাজ শেষ হয় ১৯৩০ সালে। এরপর ১৯৫৮ সাল থেকে সেতুটিতে রেলের পাশাপাশি যানবাহনও চলাচল করছ৬৩৮ মিটার দীর্ঘ এই সেতুটি ২০০১ সালে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল। ২০০৪ ও ২০১২ সালে দুই দফায় সেতুটি সংস্কার করেছিল রেলওয়ে। কিন্তু এরপরও সেতুটির অবস্থা জরাজীর্ণ। এই অবস্থায় সেতুটির ওপর দিয়ে ট্রেনের পাশাপাশি দক্ষিণ চট্টগ্রামের বোয়ালখালী ও পটিয়াগামী গাড়িও চলাচল করে। সেতুর জরাজীর্ণ অবস্থার কারণে ট্রেনের গতি থাকে ১০ কিলোমিটার। ট্রেন চলাচল করলে গাড়ি চলাচল বন্ধ থাকে। একমুখী যান চলাচলের কারণে সব সময় যানজট লেগে থাকে। এর ফলে যাত্রী ও চালকদের প্রচণ্ড ভোগান্তি পোহাতে হয়।

About

Popular Links