Saturday, April 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

ঢাকা কেন্দ্রীয় কারাগারের হাজতির মৃত্যু

মানব পাচারের একটি মামলায় কারাবন্দী ছিলেন নিরঞ্জন পাল

আপডেট : ৩১ মে ২০২২, ০৪:৩৮ পিএম

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা নিরঞ্জন পাল (৫১) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

সোমবার (৩০ মে) রাতে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দৈনিক প্রথম আলোর অনলাইন সংস্করণ।

প্রতিবেদনে বলা হয়, সোমবার রাতে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে নিরঞ্জনকে চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠায় কারা কর্তৃপক্ষ। কয়েকজন কারারক্ষী দিবাগত রাত ২টার দিকে তাকে ঢামেকের জরুরি বিভাগে আনেন। এরপর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, এক কয়েদির মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মানবপাচারের একটি মামলায় ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন নিরঞ্জন পাল। তার বাবা মৃত হরিপদ পাল ঢাকার নবাবগঞ্জ থানার বলমন্তচর গ্রামের বাসিন্দা ছিলেন।

   

About

Popular Links

x