Tuesday, May 28, 2024

সেকশন

English
Dhaka Tribune

ঈদে বাড়ি ফেরা হলো না, তেলবাহী লরির চাপায় মা-মেয়ে নিহত

ওসি জানান, বুধবার ভোরে একই মোটরসাইকেলে করে পরিবারের চার সদস্য দিনাজপুরের বিরল থেকে চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছিলেন

আপডেট : ০৬ জুলাই ২০২২, ১১:১৪ এএম

দিনাজপুর থেকে চাপাইনবাবগঞ্জে নিজ বাড়িতে ঈদ করতে যাওয়ার পথে তেলবাহী লরির চাপায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের সামনে দুজন নিহত হয়েছেন।

নিহতেরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের ভোলারহাটের পাঁচটিকুড়ি গ্রামের বিউটি আক্তার (৩৫) ও তার মেয়ে ফাহিমা আক্তার (১৫)। এই ঘটনায় আহত হয়েছেন বিউটির স্বামী মো. হোসাইন (৪৫) ও ছেলে নাসরুল্লাহ (৩)।

বুধবার (৬ জুলাই) ভোরে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা ট্রিবিউনকে এসব তথ্য বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ।

তিনি জানান, বুধবার ভোরে একই মোটরসাইকেলে করে পরিবারের চার সদস্য দিনাজপুরের বিরল থেকে চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছিলেন। ভোর পৌনে ৫টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পৌঁছালে বিপরীতগামী একটি তেলবাহী লরি তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন বিউটি ও ফাহিমা। আহত হন হোসাইন ও নাসরুল্লাহ।

তিনি বলেন, নিহতদের লাশ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

About

Popular Links