Tuesday, May 21, 2024

সেকশন

English
Dhaka Tribune

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

মির্জাপুরের জামুর্কি ও ঘাটাইলের কদমতলী এলাকায় দুর্ঘটনা দুটি  ঘটে 

আপডেট : ০৮ জুলাই ২০২২, ০২:১০ পিএম

টাঙ্গাইলে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

শুক্রবার (৮ জুলাই) সকাল ৮টায় মির্জাপুরের জামুর্কিতে ও সাড়ে ৮টায় ঘাটাইলের কদমতলী এলাকায় দুর্ঘটনা ২টি ঘটে।

নিহতরা হ‌লেন- না‌টো‌র জেলার হা‌ফিজুর রহমান (৩৬) ও তার চাচা‌তো ভাই আরিফুল ইসলাম (৩৬)। নিহত আরেকজন কালিয়াকৈর উপজেলার শহর আলীর ছেলে আব্দুস সামাদ (৪০)।

গোড়াই হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো: বিল্লাল বলেন, নিহতরা মোটরসাইকেল নিয়ে ঢাকা থেকে নাটোরে যাচ্ছিলেন। পথে মহাসড়কের জামুর্কী এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়।

অপরদিকে ঘাটাইল উপজেলার কদমতলীতে সিএন‌জি ও ট্রাকের মু‌খোমু‌খি সংঘর্ষে আব্দুস সামাদ নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় ১ জন আহত হয়।

About

Popular Links