Tuesday, May 28, 2024

সেকশন

English
Dhaka Tribune

অতিরিক্ত ‍যাত্রীর চাপে ভাঙল ট্রেনের চাকার স্প্রিং

প্রায় সাত ঘণ্টা পর মেরামত শেষে ট্রেনটি আবারো গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়

আপডেট : ০৮ জুলাই ২০২২, ০৪:৫৫ পিএম

অতিরিক্ত যাত্রীর চাপে চাকার স্প্রিং ভেঙে প্রায় ৭ ঘণ্টা বন্ধ ছিল পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন। শুক্রবার (৮ জুলাই) সকাল থেকে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর পূর্ব রেলস্টেশনে আটকা পড়েছিলো ট্রেনটি।

এতে দুর্ভোগে পড়তে হয় ট্রেনটিতে থাকা যাত্রীদের। 

প্রায় সাত ঘণ্টা পর মেরামত শেষে ট্রেনটি আবারো গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। 

এ বিষয়ে বঙ্গবন্ধু রেলস্টেশন মাস্টার (বুকিং) রেজাউল করিম বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ওভারলোডের কারণে কয়েকটি বগির চাকার স্প্রিং ভেঙে যায়। ট্রেনটি সকাল পৌনে ৬টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনে আসে। ট্রেনটি সেতু পার হওয়ার উপযোগী না হওয়ায় রেল স্টেশনে সেটির মেরামত কাজ শুরু হয়। মেরামত শেষে ট্রেনটি পঞ্চগড়ের জন্য ছেড়ে যায়।

About

Popular Links