Tuesday, March 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

ঈদ সামগ্রী বিতরণ নিয়ে দ্বন্দ্বের জেরে বৃদ্ধ খুন

‘সোনার তরী যুব কল্যাণ সংস্থা’ নামে একটি বেসরকারি সংগঠন ঈদ সামগ্রী বিতরণ করতে গেলে ‘মাটির মানুষ’ নামে অন্য একটি সংস্থার লোকজন এই কার্যক্রমে বাধা দেয়

আপডেট : ১০ জুলাই ২০২২, ১২:২১ পিএম

কুষ্টিয়ার মিরপুরে ঈদের আগের দিন ঈদ সামগ্রী বিতরণ নিয়ে দুটি সংস্থার আধিপত্যের জেরে প্রতিপক্ষের হামলায় শওকত আলী (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।

শনিবার (৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সদরপুর ইউনিয়নের চক গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শওকত আলী একই গ্রামের বাসিন্দা। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

স্থানীয় যুবক আব্দুল আওয়াল ঢাকা ট্রিবিউনকে জানান, “সোনার তরী যুব কল্যাণ সংস্থা” নামে একটি বেসরকারি সংগঠন ঈদ সামগ্রী বিতরণের আয়োজন করে। আয়োজনকে ঘিরে শুক্রবার বিকালে স্থানীয় বাজারে গেলে “মাটির মানুষ” নামে অন্য একটি সংস্থার লোকজন এই কার্যক্রমে বাধা দেয়। এ নিয়ে বাকবিতণ্ডা চলে।

পরে শনিবার রাত সাড়ে ১০টার দিকে একই ঘটনার জেরে “সোনার তরীর” বেশ কয়েকজন “মাটির মানুষের” ওপর অতর্কিতভাবে হামলা চালায়। এতে শওকত আলী নামে একজন নিহত হন।

মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অমল কুমার কুন্ডু জানান, হাসপাতালে নেওয়ার আগেই শওকত আলী নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

   

About

Popular Links

x