সারা দেশের নির্বাচনী কেন্দ্রগুলোতে ব্যালট পেপার, ব্যালট বক্সসহ অন্যান্য নির্বাচনী উপকরণ বিতরণ শুরু হয়েছে।
নির্বাচন কমিশনের যুগ্ম সচিব (জন সংযোগ) এসএম আসাদুজ্জামান ঢাকা ট্রিবিউনকে বলেন, আজ (শনিবার) সকাল ১০টা থেকে নির্বাচনী উপকরণ বিতরণ শুরু হয়েছে। আজকের মধ্যেই দেশের সকল নির্বাচনী কেন্দ্রে এসব উপকরণ পৌঁছানো হবে।"
ঢাকার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কেএম আলী আজম বিতরণ কার্যক্রম তত্বাবধান করছেন।
সেন্ট্রাল উইমেন কলেজ (টিকাটুলি) থেকে ঢাকার কিছু কেন্দ্রে উপকরণ বিতরন করা হচ্ছে, যার মধ্যে ঢাকা ৬ আসনের জন্য ইভিএম মেশিনও রয়েছে।
ঢাকা-১৩ আসনের জন্য ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে ইভিএমসহ অনান্য উপকরণ বিতরণ করা হচ্ছে।
কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল থেকেও বিতরণ কার্যক্রম চলছে।
কেএম আলী আজম ঢাকা ট্রিবিউনকে বলেন বলেন, আমরা ঢাকার ১৫টি স্থান থেকে ১৫টি আসনে, ঢাকা-৪ থেকে ঢাকা-১৮, উপকরণ বিতরণ করছি।