Saturday, May 18, 2024

সেকশন

English
Dhaka Tribune

টাঙ্গাইলে বাসচাপায় খালা-ভাগ্নি নিহত

আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন। নিহতদের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে

আপডেট : ১২ জুলাই ২০২২, ০৬:৫০ পিএম

টাঙ্গাইলে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাচবিক্রমহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- নাটোরের নলডাঙ্গা উপজেলার কাঠুয়াজারি গ্রামের মৌসুমি (২৫) ও তার ভাগ্নি জামালপুরের টেংকিমারি গ্রামের রিয়া মনি (৫)। 

পুলিশ জানায়, স্ত্রী, মেয়ে ও শ্যালিকাকে নিয়ে কর্মস্থল টাঙ্গাইলের মির্জাপুরের টেক্সটাইলে যাওয়ার জন্য সিএনজি ভাড়া করেন রেজাউল নামের এক ব্যক্তি। সিএনজিটি পাচবিক্রমহাটি এলাকায় বাইপাস থেকে হাইওয়েতে ওঠার সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এসআই পরিবহনের একটি বাস ওই সিএনজিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহত হন তিনজন। 

এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতাউর রহমান বলেন, অভিযুক্ত বাসটিকে আটক করা হয়েছে। তবে এ সময় চালক পালিয়ে যায়।  

টাঙ্গাইল ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এএসআই) মো: নবীন  বলেন, আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন। নিহতদের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

About

Popular Links