Thursday, May 30, 2024

সেকশন

English
Dhaka Tribune

হিজবুত তাহরির ৪ সদস্য গ্রেফতার

গাজীপুর মাস্টারবাড়ী জামে মসজিদ, শ্রীপুর বর্মি বাজার মসজিদ, শ্রীপুর পৌরসভা মাওনা জামে মসজিদে তারা প্রায়ই দলীয় বৈঠক করত এই হিজবুত তাহরির সদস্যরা বলেও র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। 

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ০৩:৫২ পিএম

লিফলেট বিলি করায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহেরির ৪ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গাজীপুর থেকে তাদের গ্রেফতার করা হয় বলে শুক্রবার সংবাদ সম্মেলনে জানিয়েছেন র‌্যাব।

র‌্যাব-১ কোম্পানি কমান্ডার লে. কর্নেল আব্দুল্লাহ আল মামুন বলেন, গাজীপুরের চন্দনা চৌরাস্তায় লিফলেট বিলি করার সময় দুইজনকে গ্রেফতার করা হয়। এ প্রসঙ্গে র‌্যাব-১ ক্যাপ্টেন লে. কর্নেল সারওয়ার বিন কাশেম বলেন, কয়েকটি মোবাইল ফোন ও নগদ অর্থসহ লিফলেট বিলি করার সময় গ্রেফতার করা হয়।

গাজীপুর মাস্টারবাড়ী জামে মসজিদ, শ্রীপুর বর্মি বাজার মসজিদ, শ্রীপুর পৌরসভা মাওনা জামে মসজিদে তারা প্রায়ই দলীয় বৈঠক করতো এই হিজবুত তাহেরির সদস্যরা বলেও র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, শরীফ আশরাফ রাজিব  (২৮), ফরহাদ মিয়া(২০), বিল্লাল হোসাইন (৩০), মিলন মিয়া(৩০)।

About

Popular Links