Tuesday, May 28, 2024

সেকশন

English
Dhaka Tribune

ঠাকুরগাঁওয়ে পুলিশের গুলিতে শিশু নিহত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের বাচোর ইউপি নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার এ ঘটনায় তদন্ত কমিটি গঠনের কথা জানান জেলা প্রশাসক

আপডেট : ২৮ জুলাই ২০২২, ০৩:৩৪ পিএম

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের বাচোর ইউপি নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে পুলিশের গুলিতে বুধবার (২৭ জুলাই) সন্ধ্যায় ১০ মাস বয়সী এক শিশু নিহত হয়েছেন। 

বুধবার ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ ঢাকা ট্রিবিউনকে বলেন, স্থানীয়রা ভোটের ফলাফল আনতে বাধা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ফলে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়। এ সময় পুলিশের গুলিতে একটি শিশু মারা গেছে।

এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করার কথা জানিয়েছেন প্রশাসক মাহাবুব রহমান। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে তিনি ঢাকা ট্রিবিউনকে বলেন, “নির্বাচনী সহিংসতায় শিশু নিহতের ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাম কৃষ্ণ বর্মনকে প্রধান করে বুধবার রাতেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিতে আরও দুজন হলেন অতিরিক্ত পুলিশ সুপার মির্জা তারেক আহমেদ বেগ এবং জেলা নির্বাচন অফিসার সফিকুল ইসলাম।”

আগামী সাত দিনের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার বাচোর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড নির্বাচনে বাবুল মিয়াকে বিজয়ী ঘোষণার পর ইভিএম মেশিন নিয়ে ফেরার পথে প্রতিপক্ষ খালিদুরের সমর্থকরা প্রশাসনকে বাধা দেয়। এ সময় তারা সড়কে গাছের গুড়ি ফেলে বেরিকেড দেয়। অপরদিকে পুলিশ শুরুতে টিয়ারশেল নিক্ষেপ করলে তারা আরও আক্রমণাত্মক হয়ে পুলিশের ওপর চড়াও হয়। এ সময় পুলিশের ছোড়া গুলিতে ১০ মাস বয়সী ওই শিশু নিহত হন।

About

Popular Links