Sunday, May 19, 2024

সেকশন

English
Dhaka Tribune

বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৭

বন্যায় এ সময়ে প্রায় ২৮ হাজার ৫৪০ জন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন

আপডেট : ০৩ আগস্ট ২০২২, ১১:৪০ পিএম

সারাদেশে বন্যায় বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৩৭ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

১৭ মে থেকে ৩ আগস্ট পর্যন্ত মৃত্যুর এ সংখ্যা রেকর্ড করা হয়েছে।

নিহতদের মধ্যে সিলেটে ৭৭ জন, ময়মনসিংহে ৪৩ জন, রংপুরে ১৬ জন ও ঢাকা বিভাগে একজন।

তাদের মধ্যে বন্যার পানিতে ডুবে ১০৭ জন, বজ্রপাতে ১৮ জন, সাপের কামড়ে দুজন, ডায়রিয়ায় একজন এবং অন্যান্য কারণে ৯ জন মারা গেছেন।

এছাড়া এ সময়ে প্রায় ২৮ হাজার ৫৪০ জন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন।

বন্যায় সিলেটের ৩৩টি, রংপুরের তিনটি, ময়মনসিংহের সাতটি ও চট্টগ্রাম বিভাগের একটিসহ ৪৪টি উপজেলা ক্ষতিগ্রস্ত হয়েছে।

সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা ও মৌলভীবাজার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলা যেখানে যথাক্রমে ১৩, ১১, ৭ ও ৫টি উপজেলা বন্যা কবলিত হয়েছে।

About

Popular Links