জ্বালানী তেলের দাম বৃদ্ধির খবরের পর থেকেই কক্সবাজার-মহেশখালী নৌ-রুটে স্পিড বোটে যাত্রী প্রতি ৫৫ টাকা করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে।
এনিয়ে চালকদের সঙ্গে যাত্রীদের বিতণ্ডা সৃষ্টি হয়েছে। তারা বলছেন, ডিজেল দাম লিটার প্রতি বেড়েছে ৩৪ টাকা। অথচ ভাড়া বাড়ানো হয়েছে তার চেয়ে বেশি।
কিসলু টুটুল নামের এক যাত্রী জানান, শনিবার সকালে কক্সবাজার থেকে মহেশখালী যেতে স্পিড বোটে উঠলে আগের ৮৫ টাকা ভাড়ার জায়গায় ১৪০ টাকা দাবি করছে। এনিয়ে জানতে চাইলেও তারা কোনো সদুত্তর দেয়নি।
মহেশখালীর কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ কামাল বলেন, ডিজেলের দাম বৃদ্ধির ভিত্তিতে ভাড়া ৫৫ টাকা নয়, ২০ টাকা বাড়ানো হতে পারে।
এদিকে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন জানান, দাম বৃদ্ধির কারণে স্পিড বোটের ভাড়া ১৪০ টাকা নয়, ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
কেউ এর চেয়ে বেশি ভাড়া নিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
শুক্রবার সরকার এক বিজ্ঞপ্তিতে জানায়, সব ধরনের জ্বালানী তেলের দাম বৃদ্ধি করা হয়েছে। শনিবার থেকে গ্রাহক পর্যায়ে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা এবং পেট্রোল ১৩০ টাকা দামে বিক্রি হবে।