Sunday, March 16, 2025

সেকশন

English
Dhaka Tribune

পররাষ্ট্রমন্ত্রী: বাংলাদেশ শ্রীলঙ্কা হচ্ছে না

অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানুষ সুখী জীবনযাপন করছে

আপডেট : ১২ আগস্ট ২০২২, ০৫:০৭ পিএম

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে, একটি পক্ষ থেকে এমন প্যানিক ছড়ানো হচ্ছে। বাস্তবে এর কোনো ভিত্তি নেই।

তবে বৈশ্বিক সংকটের কারণে বাংলাদেশ যে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে তা তিনি স্বীকার করেছেন।

শুক্রবার (১২ আগস্ট) সিলেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোমেন বলেন, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানুষ সুখী জীবনযাপন করছে।

তিনি বলেন, বাংলাদেশের পর্যাপ্ত ডলারের রিজার্ভ রয়েছে এবং ভবিষ্যৎ সংকটের কথা বিবেচনা করে কিছুটা কঠোরতা বজায় রাখছে।

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সুইস ব্যাংকগুলো বাংলাদেশ থেকে পাচারের অভিযোগে কোনো তথ্য দিতে চায় না।

সুইজারল্যান্ডের কাছে অর্থ পাচারকারীদের তথ্য আবারও চাওয়া হবে কি না, এর জবাবে তিনি বলেন, বাংলাদেশ থেকে যেসব দেশে অর্থ পাচার হয়, তাদের কাছে তথ্য চাওয়া হলে তারা তথ্য দিতে চায় না। এটা তাদের মজ্জাগত সমস্যা।

তিনি বলেন, অর্থ মন্ত্রণালয় ৬৭ জনের নাম উল্লেখ করে সুইস ব্যাংকের কাছে তথ্য চেয়েছে।

মোমেন বলেন, সে সময় তারা একজনের তথ্য দিয়েছে। একাধিকবার তথ্য চাওয়া হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী সুইজারল্যান্ড বাংলাদেশের বন্ধু উল্লেখ করে ভুল তথ্য না দেওয়ার আহ্বান জানান।

এর আগে, মোমেন সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের জমি অধিগ্রহণ সমস্যা সমাধানে জরুরি সভায় যোগ দেন।

   

About

Popular Links

x