Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

ঢাকায় এলেন জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার

চ্যালেঞ্জ সত্ত্বেও দেশের অর্জনের বিষয়ে হাইকমিশনারের একটি বস্তুনিষ্ঠ প্রশংসা থেকে বাংলাদেশ লাভবান হবে বলে আশা করছে

আপডেট : ১৪ আগস্ট ২০২২, ১১:৫৫ এএম

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাচেলেট রবিবার (১৪ আগস্ট) চার দিনের সফরে ঢাকায় এসেছেন।

রবিবার (১৪ আগস্ট) সকালে তিনি ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ইউএনবিকে বলেছেন, তার মূলত সকাল ৯টায় পৌঁছানোর কথা ছিল। তবে ফ্লাইট বিলম্বের কারণে কিছুটা দেরিতে পৌছান।

২০০৬-২০১০ ও ২০১৪-২০১৮ চিলির প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ব্যাচেলেটের বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার কথা রয়েছে।

রবিবার পররাষ্ট্রমন্ত্রী মোমেনসহ সরকারের মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠক ছাড়াও ঢাকায় অবস্থানকালে তিনি জাতীয় মানবাধিকার কমিশন, যুব প্রতিনিধি, সুশীল সমাজ সংগঠনের (সিএসও) নেতৃবৃন্দ এবং শিক্ষাবিদদের সঙ্গে মতবিনিময় করবেন।

সোমবার বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন তিনি।

এছাড়াও, ব্যাচেলেটের বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে বক্তৃতা দেওয়ার কথা রয়েছে।

চ্যালেঞ্জ সত্ত্বেও দেশের অর্জনের বিষয়ে হাইকমিশনারের একটি বস্তুনিষ্ঠ প্রশংসা থেকে বাংলাদেশ লাভবান হবে বলে আশা করছে।

তিনি রোহিঙ্গা পরিস্থিতি দেখতে কক্সবাজারে যাবেন।

তার এই সফরকে মানবাধিকার বিষয়ে বাংলাদেশের অবস্থান ব্যাখ্যা করার একটি সুযোগ হিসেবে দেখছে সরকার।

   

About

Popular Links

x