Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

প্রধানমন্ত্রী: মানুষের জন্যই রাজনীতি করি, তারা কষ্ট পেলে আমারও কষ্ট হয়

প্রধানমন্ত্রী বলেন, আমি জানি তেলের দাম বাড়ানোর ফলে নিত্যপণ্যের দামও বেড়েছে। নিম্নবিত্ত, মধ্যবিত্ত বা নির্দিষ্ট আয়ের মানুষদের চলতে খুবই কষ্ট হচ্ছে

আপডেট : ১৬ আগস্ট ২০২২, ০৩:৪০ পিএম

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে বেশকিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, “মানুষের ক্রয় ক্ষমতার বাইরে যে পণ্যমূল্য বৃদ্ধি পেয়েছে সেগুলোকে সহনীয় পর্যায়ে কীভাবে নিয়ে আসতে পারি সেই ব্যবস্থা আমাদের নেওয়া একান্তভাবে জরুরি বলে আমি মনে করি। কারণ, মানুষের জন্যই তো রাজনীতি করি। মানুষ কষ্ট পেলে আমারও কষ্ট হয়।”

মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভার তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “আমি জানি যে তেলের দাম বাড়ানোর ফলে আমাদের নিত্যপণ্যের দামও বেড়ে গেছে। মানুষের কষ্ট হচ্ছে। নিম্নবিত্ত, মধ্যবিত্ত বা নির্দিষ্ট আয়ের মানুষদের চলতে খুবই কষ্ট হচ্ছে। এটা আমরা উপলব্ধি করতে পারি।”

সাধারণের কষ্ট লাঘবে ১৫ টাকা কেজিতে ৫০ লাখ মানুষকে চাল কেনার সুবিধার পাশাপাশি প্রায় এক কোটি “বিশেষ পারিবারিক কার্ড” দিয়ে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে তার সরকারের উদ্যোগও তুলে ধরেন শেখ হাসিনা।

তিনি বলেন, “আমাদের এ ধরনের আরও কিছু পদক্ষেপ নিতে হবে। যাতে নিম্নবিত্ত, মধ্যবিত্ত, সাধারণ মানুষগুলো কষ্ট না পায়।”

   

About

Popular Links

x