Monday, May 20, 2024

সেকশন

English
Dhaka Tribune

কোভিড-১৯: মৃত্যুশূন্য দিনে শনাক্ত ৯৩

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩১৪ জনে

আপডেট : ১৬ আগস্ট ২০২২, ০৬:৫৪ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৩ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এই সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

ফলে এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩১৪ জনে। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৯ হাজার ২২২ জনে।

দৈনিক শনাক্তের হার সোমবারের তুলনায় ৪.০৯% বেড়ে ৪.৪১% হয়েছে। এদিন ২১১০টি নমুনা পরীক্ষা করা হয়।

মৃত্যুর হার ১.৪৬% রয়েছে। এছাড়া সুস্থতার হার ৯৭.১৪% থেকে বেড়ে ৯৭.১৫% হয়েছে।

About

Popular Links