Sunday, May 19, 2024

সেকশন

English
Dhaka Tribune

অবৈধ হাসপাতাল-ক্লিনিক বন্ধে ফের অভিযানে নামছে অধিদপ্তর

তিন মাস আগেও এ অভিযান চালিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর

আপডেট : ২৮ আগস্ট ২০২২, ০৩:৫২ পিএম

অবৈধ ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের বিরুদ্ধে সোমবার (২৯ আগস্ট) থেকে আবারও অভিযানে নামবে স্বাস্থ্য অধিদপ্তর।

রবিবার (২৮ আগস্ট) দুপুরে একথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবির।

তিনি বলেন, আজকে (সোমবার) এই বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দিয়ে দিবো। ৩ মাস আগে যেভাবে অভিযান পরিচালনা হয়েছে একইভাবে হবে।

ডা. আহমেদুল কবির বলেন, আগে আমরা ৭২ ঘণ্টার সময় দিয়ে অভিযান চালিয়েছিলাম। এবার এই অভিযান হবে ৯৬ ঘণ্টার। অর্থাৎ কাল সোমবার থেকে এই সপ্তাহের পুরোটাই চলবে। এরপর আমরা অভিযানের সামারি নিয়ে শনিবার বা রবিবার বসবো। 

তিনি আরও বলেন, স্বাস্থ্যমন্ত্রী এ বিষয়ে কঠোর অবস্থানে আছেন। তিনি আমাদেরকে আগের চেয়ে জোরদার করে অভিযান চালাতে বলেছেন।

তিন মাস আগেও এ অভিযান চালিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

মে মাসের শুরুতে ডিজিএইচএস স্থানীয় প্রশাসনের সহায়তায় দেশজুড়ে অবৈধ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করার জন্য অভিযান শুরু করেছিল। গত কয়েক মাসে ১ হাজার ৬৪১টি অবৈধ হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংক বন্ধ করা হয়েছে।

৩১ জুলাই পর্যন্ত ১ হাজার ১০৩টি স্বাস্থ্যসেবা সংস্থা প্রথমবারের জন্য রেজিস্ট্রেশন করেছে, ২ হাজার ১৮১টি সংস্থা লাইসেন্স নবায়ন করেছে, ২ হাজার ৩৩৯টি সংস্থা নতুন লাইসেন্সের জন্য এবং ৪ হাজার ৫৯৮টি সংস্থা লাইসেন্স নবায়নের জন্য আবেদন করেছে।

About

Popular Links