গ্রিসের রাজধানী এথেন্সে ছুরিকাঘাতে এক বাংলাদেশি নারী নিহত হয়েছেন। রবিবার (২৮ আগস্ট) বিকালে এথেন্সের কিপসেলির তেনেদু রোডে তাকে ছুরিকাঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। পরে পার্শ্ববর্তী রেড ক্রস হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।
থিমানিউজ ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারীকে তার বাংলাদেশি ‘প্রেমিক’ খুন করেছেন। অভিযুক্তের বয়স ৪০ বছর। তার পরিচয় জানা যায়নি। অভিযুক্তের সঙ্গে ওই নারীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বলে জানা গেছে।
অভিযুক্তের দাবি, ওই নারীর স্বামী দীর্ঘদিন ধরে কর্মহীন থাকায় তার কাছ থেকে ২০ হাজার ইউরো ধার করেছিলেন। এ নিয়ে ভুক্তভোগীর সঙ্গে তার আর্থিক ঝামেলা চলছিল।
অভিুযক্ত বলেছেন, “ওই নারী যখন সম্পর্ক ভেঙে দিতে চেয়েছেন আমি আমার পাওনা টাকা ফেরত চেয়েছি। কিন্তু তিনি তা অস্বীকার করেন। ক্ষোভে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে তাকে হত্যা করেছি।”
স্থানীয় প্রশাসন এই হত্যাকাণ্ডের তদন্ত করছে।