Monday, May 27, 2024

সেকশন

English
Dhaka Tribune

বাংলাদেশের জলসীমা থেকে ৩১ ভারতীয় জেলে আটক

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ট্রলারসহ ওই ৩১ জেলেকে বৃহস্পতিবার মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২২, ১০:১৬ পিএম

বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমা থেকে ৩১ জন ভারতীয় জেলেকে আটক করেছে কোস্টগার্ড। 

বুধবার (৩১ আগস্ট) সন্ধ্যায় সমুদ্রের পশ্চিম আইএমবিএল থেকে ৭৭ নটিক্যাল মাইল দূরে বাংলাদেশ জলসীমা থেকে তাদের আটক করে।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, কোস্টগার্ড জাহাজ মুনসুর আলী সমুদ্রে টহলে ছিল। এ সময় তারা দুটি বিদেশি ফিশিং ট্রলারকে বাংলাদেশ জলসীমায় মাছ ধরতে দেখে। ধাওয়া করে কোস্টগার্ড সদস্যরা সমুদ্রের পশ্চিম আইএমবিএল থেকে ৭৭ নটিক্যাল মাইল দূরে বাংলাদেশ জলসীমা থেকে এফভি মঙ্গল চান্দী-২৫ ও এফভি মঙ্গল চান্দী-৩ নামে দুটি ট্রলারসহ ৩১ জেলেকে আটক করে। 

তিনি আরও বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ট্রলারসহ ওই ৩১ জেলেকে বৃহস্পতিবার মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

About

Popular Links