রংপুরের তারাগঞ্জ উপজেলায় বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিন দিন বয়সী শিশুর মা মারা গেছেন।
রবিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোসলেমা বেগম (৩০) মারা যান।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোঃ ফরহাদুজ্জামান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।
এ নিয়ে দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল চারজনে।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহাবুব মোর্শেদ জানান, এ ঘটনায় রবিবার মামলা হয়েছে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, তিন দিন আগে নীলফামারী সদর হাসপাতালে ছেলের জন্ম দেন মোসলেমা।
এর আগে রবিবার রংপুরে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত ও দুইজন আহত হন।
পুলিশ জানায়, শিশুটি অসুস্থ থাকায় তাকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।
সকাল ৯টার দিকে বিপরীত দিক থেকে আসা পঞ্চগড়গামী একটি বাস অ্যাম্বুলেন্সকে ধাক্কা দিলে দ্বিতীয় গাড়ির পাঁচজন গুরুতর আহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।