Thursday, May 30, 2024

সেকশন

English
Dhaka Tribune

সুনামগঞ্জে নৌকাডুবিতে নিখোঁজ ৩

ওসি বলেন, নৌকায় থাকা ৬ যাত্রীর মধ্যে তিনজন সাঁতরে তীরে উঠলেও অপর তিনজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে তৎপরতা চলছে

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ১১:১১ এএম

সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে বাল্কহেডের ধাক্কায় বালুভর্তি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে তিনজন নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তিরা হলেন- জামালগঞ্জের নজাতপুর গ্রামের ঢুলা মিয়া (৫০), কুকরাপশি গ্রামের এনামুল (১৮) ও দিরাই থানার মুরাদপুর গ্রামের হেলাল মিয়া (২২)।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুল নাসের ঢাকা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “বৃহস্পতিবার দিন সন্ধ্যা ৭টার দিকে সুরমা নদীতে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকায় থাকা ৬ যাত্রীর মধ্যে তিনজন সাঁতরে তীরে উঠলেও অপর তিনজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে তৎপরতা চলছে।”

About

Popular Links