Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

সিরাজগঞ্জে মা ও দুই সন্তানের লাশ উদ্ধার

মৃতের বোন জানান, গত তিন চারদিন হলো কাজে যাচ্ছিলেন না তিনি

আপডেট : ০১ অক্টোবর ২০২২, ১০:০৮ পিএম

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় এক গৃহবধূ ও তার ২ সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মৌপুর গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃত ৩ জন হলেন মৌপুর গ্রামের সুলতান হোসেনের স্ত্রী রওশনারা বেগম (৪৫), এবং তার ২ ছেলে জিহাদ হোসেন (১০) ও মাহিন (৩)।

রওশনের বড় বোন লিলি জানান, নিহত রওশনারা অন্যের বাড়িতে সুতার কাজ করেন। গত তিন চারদিন হলো কাজে যাচ্ছেন না তিনি। কাজে না যাওয়ায় বাড়ির মহাজন রওশনারা বড় বোন লিলি খাতুনকে ফোন দেন।

ফোন পেয়ে আজ দুপুরে মধুপুর নতুন পাড়া বোনের বাড়িতে গিয়ে ঘরের দরজা ভেতর থেকে লাগানো দেখেন। পরে তিনি ঘরে ঢুকলে মেঝেতে তিনজনের মরদেহ পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে আশপাশের লোকজন পুলিশকে খবর দেয়।

সিরাজগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার (এসবি) কর্মকর্তা মো. আব্দুর রহিম মন্ডল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিকেল সাড়ে ৩টার দিকে মরদেহ উদ্ধার করে।

   

About

Popular Links

x