Friday, March 21, 2025

সেকশন

English
Dhaka Tribune

চুরি করতে গিয়ে তিন তলা থেকে পড়ে চোরের মৃত্যু

নিহতের ঘাড় ও ডান পায়ে লোহার গ্রিলের রড ঢুকে আটকে ছিল

আপডেট : ০৮ অক্টোবর ২০২২, ১১:৪২ পিএম

গাজীপুরে একটি ভবনের তৃতীয় তলা থেকে পড়ে সীমানা প্রাচীরের রডে পড়ে ৪২ বছর বয়সী এক চোর নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

শনিবার (৮ অক্টোবর) জেলার শান্তিবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বাবুল ইসলাম মির্জাপুর উপজেলার নুরুল ইসলামের ছেলে।

গাজীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শিবলু মিয়া জানান, স্থানীয়রা লাশ দেখতে পেয়ে তাদের খবর দেয়।

তিনি বলেন, “নিহতের ঘাড় ও ডান পায়ে লোহার গ্রিলের রড ঢুকে আটকে ছিল। তবে কীভাবে তিনি পড়েছিলেন তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।”

তবে বাবুল ওই তলা থেকে অন্য ভবনে ঝাঁপ দিতে গিয়ে পড়ে থাকতে পারে বলে স্থানীয়রা জানিয়েছেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

গাজীপুর ইউনিটের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এসপি মোহাম্মদ মাকসুদার রহমান জানান, খবর পেয়ে একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহতের আঙুলের ছাপ সংগ্রহ করে তাকে শনাক্ত করে।

   

About

Popular Links

x