Wednesday, March 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

আইনমন্ত্রী: আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না খালেদা জিয়া

আইনমন্ত্রী  বলেন, বর্তমান আইন অনুযায়ী তিনি কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না

আপডেট : ১০ অক্টোবর ২০২২, ১০:২৯ পিএম

দণ্ডিত বিএনপি নেত্রী খালেদা জিয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন কি না তা আইনের অধীনেই নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, ‘‘খালেদা জিয়া জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কি না তা একমাত্র আইনই নির্ধারণ করতে পারে তবে বর্তমান আইন অনুযায়ী তিনি কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে আমি বিশ্বাস করি।’’

সোমবার (১০ অক্টোবর) বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজদের জন্য বিশেষ মৌলিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন আনিসুল। 

সংবিধানের ৬৬ অনুচ্ছেদের উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ‘‘কোনো ব্যক্তি ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হলে মুক্তির পর পাঁচ বছর নির্বাচনে অংশ নিতে পারবেন না।’’

ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) সম্পর্কে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘‘আইনটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই কারণ এটি সাইবার ক্রাইম প্রতিরোধ ও গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করার জন্য নয়।’’

   

About

Popular Links

x