Wednesday, May 29, 2024

সেকশন

English
Dhaka Tribune

জাতিসংঘ মানবাধিকার পরিষদের সদস্য হলো বাংলাদেশ

জাতিসংঘের ১৮৯ সদস্য রাষ্ট্রের মধ্যে বাংলাদেশ ১৬০ ভোট পেয়ে তিন বছরের জন্য সদস্য নির্বাচিত হল

আপডেট : ১১ অক্টোবর ২০২২, ১১:৪২ পিএম

জাতিসংঘ মানবাধিকার পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিশ্ব সংস্থার সদস্যদের গোপন ভোটে মঙ্গলবার (১১ অক্টোবর) এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

জাতিসংঘের ১৮৯ সদস্য রাষ্ট্রের মধ্যে বাংলাদেশ ১৬০ ভোট পেয়ে তিন বছরের জন্য (২০২৩-২০২৫) সদস্য নির্বাচিত হল। 

পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

জাতিসংঘের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় গ্রুপ থেকে বাংলাদেশের সঙ্গে মালদ্বীপ ১৫৪, ভিয়েতনাম ১৪৫ ও কিরগিজস্তান ১২৬ ভোট পেয়ে মানবাধিকার পরিষদের সদস্য নির্বাচিত হল।

এই গ্রুপের অন্য দুই প্রার্থী দক্ষিণ কোরিয়া ১২৩ এবং আফগানিস্তান মাত্র ১২ ভোট পেয়ে এবারের নির্বাচনে পরাজিত হয়েছে। জাতিসংঘের সদস্যদের মধ্য থেকে ৪৭টি দেশ তিন বছরের জন্য মানবাধিকার পরিষদের সদস্য নির্বাচিত হয়ে থাকে।

এই নিয়ে বাংলাদেশ পঞ্চমবারের মত (২০০৬,২০০৯, ২০১৪ ও ২০১৮) মানবাধিকার পরিষদের সদস্য নির্বাচিত হল।

নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, “এই ধরনের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের ফল জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মানবাধিকারের উন্নয়ন ও সুরক্ষায় বাংলাদেশের অব্যাহত প্রচেষ্টা ও প্রতিশ্রুতির প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতির প্রকাশ।

“দেশে ও বিদেশে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিকে নেতিবাচকভাবে তুলে ধরতে মিথ্যা ও বানোয়াট তথ্যের মাধ্যমে স্বার্থান্বেষী গোষ্ঠীর অপপ্রচারকেও নাকচ করে দিচ্ছে এই জয়।”

জাতিসংঘ সদরদপ্তরে মঙ্গলবারের ভোটাভুটির সময় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

About

Popular Links