সরকারি তেল শোধনাগার চট্টগ্রাম ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের একটি তেলের পাইপলাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ওই শোধনাগারে পাইপ লাইনে আগুন লাগে।
বিষয়টি ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া।
তিনি বলেন, “খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে নিয়েছে।”
ইস্টার্ন রিফাইনারির উপ-মহাব্যবস্থাপক (পরিদর্শন ও নিরাপত্তা) এ কে এম নাঈম উল্লাহ বলেন, “কী কারণে আগুন লেগেছে তা আমরা জানি না। যেখানে শোধনাগারের জন্য পৌঁছে দেওয়া হয় তার কাছাকাছি একটি তৈলাক্ত পানির বিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।”
তিনি আরও বলেন, “আমাদের প্রশিক্ষিত কর্মী ছিল। তাদের তৎপরতায় আগুন ছড়িয়ে যেতে পারেনি। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনায় তেমন কোনো ক্ষতি হয়নি।”
অন্য কোনো সমস্যা রয়েছে কি-না তা খুঁজে দেখা হচ্ছে বলেও জানান তিনি।