মহাসড়কে নসিমন, করিমন ও থ্রি হুইলারসহ অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে আগামী ৪ ও ৫ নভেম্বর বাস ধর্মঘটের ডাক দিয়েছে বরিশাল জেলা বাস মালিক সংগঠন।
তবে বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, ‘‘আগামী ৫ নভেম্বর অনুষ্ঠেয় বিভাগীয় গণসমাবেশ বানচাল করতে এই কৌশলী সিদ্ধান্ত নেওয়া হয়েছে।''
বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরীন বলেন, ‘‘সড়ক-মহাসড়কে বাস মালিকরা কি আগে অবৈধ যানবাহন দেখেননি?''
তিনি বলেন, ‘‘তাদের গণসমাবেশের আগে এ ধরনের ঘোষণা অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।''
তিনি আরও অভিযোগ করেন, ‘‘বিএনপির গণসমাবেশের আগে খুলনা ও ময়মনসিংহেও একইভাবে পরিবহন ধর্মঘট ডাকা হয়েছিল।''
জেলা বাস মালিক গ্রুপের সভাপতি ও মহাসচিব যথাক্রমে গোলাম মাশরেক ও কিশোর কুমার দে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে স্মারকলিপি দিয়েছেন।
স্মারকলিপিতে তারা দাবি পূরণের সময়সীমা ৩ নভেম্বর নির্ধারণ করেছে।
বিএনপির সমাবেশের আগে হরতালে যাওয়ার সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে কিশোর কুমার দে বলেন, ‘‘বিএনপির সমাবেশের কারণে তারা কিছুই করছেন না। তাদের দাবি দীর্ঘদিনের।''
‘‘তাদের দাবি পূরণ না হলে ওই দিন বাস চলাচল বন্ধ থাকবে'' বলেও জানান তিনি।
স্মারকলিপির অনুলিপি জেলা প্রশাসকের কার্যালয়সহ মেয়র, ডিআইজি, পুলিশ কমিশনার, র্যাব-৮ কমান্ডিং অফিসারসহ সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে।