Thursday, March 27, 2025

সেকশন

English
Dhaka Tribune

সিইসি : সাইবেরিয়া থেকে আমেরিকা, কেউ নির্বাচন প্রত্যাখ্যান করেনি

এ সময় উপস্থিত অথিতিদের উদ্দেশে সিইসির প্রশ্ন করেন, 'পৃথিবীর কোনো দেশ, কোনো সংস্থা নির্বাচনের বিরুদ্ধে মন্তব্য করেছে? নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনো কথা বলেছে? কারণ, এটা আপনাদের বিজয়। এটা আপনাদের স্বার্থকতা। এটা আপনাদের সাফল্য, সকলের সাফল্য।'

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ০৮:৩৫ পিএম

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন, 'সাইবেরিয়া থেকে ইউরোপ, আমেরিকাসহ পৃথিবীর কোনো দেশ একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রত্যাখ্যান কিংবা নির্বাচন কমিশনের বিরুদ্ধে মন্তব্য করেনি।' 

আজ বৃহস্পতিবার নির্বাচন ভবনের ফোয়ারা চত্বরে কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের ‘ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে’ এ মন্তব্য করেন সিইসি।

নূরুল হুদা বলেন, 'জাতীয় সংসদ নির্বাচন জাতির জন্য বড় একটা কাজ। আমি বারবার বলেছি, এ নির্বাচন শুধু বাংলাদেশের জন্য নয়, এটি সারা বিশ্বের জন্য। নির্বাচন যখন সমাপ্ত হলো তারপর পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন কমিউনিটি (সম্প্রদায়) থেকে আমাদের এই নির্বাচনের ব্যাপারে তারা কমেন্ট (মন্তব্য) করেছে। তারা তাদের অভিমত ব্যক্ত করেছে। এই নির্বাচনকে তারা সফল নির্বাচন হিসেবে উল্লেখ করেছেন।' 

নির্বাচন কেউ প্রত্যাখ্যান করেনি-এমন মন্তব্য করে সিইসি বলেন, 'সাইবেরিয়া থেকে শুরু করে ভলগা নদীর পাড় দিয়ে, প্রশান্ত মহাসাগর হয়ে আমেরিকা, ইউরোপ সর্বত্র নির্বাচনের বার্তা আমরা পৌঁছে দিয়েছি।'

অনুষ্ঠানে নূরুল হুদা নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, শাহাদাত হোসেন চৌধুরী, কবিতা খানম, ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সফলভাবে নির্বাচন শেষ করায় নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীদের প্রশংসা করেন এবং ধন্যবাদ দেন।

ইসি সচিব হেলালুদ্দীন আহমদের প্রশংসা করে সিইসি বলেন, 'ইলেকশন কমিশনের সুযোগ্য সচিব, দক্ষ সচিব, যার দক্ষ নেতৃত্বে এত বড় একটি কর্মযজ্ঞ সম্পন্ন হলো।' 

এ সময় উপস্থিত অথিতিদের উদ্দেশে সিইসির প্রশ্ন করেন, 'পৃথিবীর কোনো দেশ, কোনো সংস্থা নির্বাচনের বিরুদ্ধে মন্তব্য করেছে? নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনো কথা বলেছে? কারণ, এটা আপনাদের বিজয়। এটা আপনাদের স্বার্থকতা। এটা আপনাদের সাফল্য, সকলের সাফল্য।'

   

About

Popular Links

x