Tuesday, May 21, 2024

সেকশন

English
Dhaka Tribune

সৈয়দ আশরাফের লাশ দেশে আসবে আগামীকাল

আওয়ামী লীগের বর্ষিয়ান এই নেতা দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। চলতি বছরের ৪ জুলাই চিকিৎসার জন্য তিনি ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেন। একই দিনে তিনি বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হাসপাতালে ভর্তি হন।

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ১২:১২ পিএম

জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের লাশ থাইল্যান্ড থেকে আগামীকাল  শনিবার দেশে আনা হবে। 

আগামীকাল বিকেল ৪টায় ব্যাংকক থেকে সৈয়দ আশরাফের লাশ দেশে পাঠানো হবে বলে ইউএনবিকে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী সচিব একেএম সাজ্জাদ হোসেন।  

এর আগে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশের সময় রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুরে বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আওয়ামী লীগের বর্ষিয়ান এই নেতা দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। চলতি বছরের ৪ জুলাই চিকিৎসার জন্য তিনি ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেন। একই দিনে তিনি বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হাসপাতালে ভর্তি হন।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আজ এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সৈয়দ আশরাফ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলামের ছেলে।

About

Popular Links