Thursday, March 27, 2025

সেকশন

English
Dhaka Tribune

কুমিল্লায় নারী ও শিশুসহ ৩১ রোহিঙ্গা আটক

তারা ভারত থেকে সীমানা অতিক্রম করে কুমিল্লায় আসে

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ০৪:৪৯ পিএম

কুমিল্লা নগরীর কেন্দ্রীয় ঈদগাহ সড়কের মোড় থেকে নারী ও শিশুসহ ৩১ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার তাদের আটক করা হয় বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দিন জানান, তারা সবাই মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক। 

 তিনি বলেন, ‘‘আটক হওয়া রোহিঙ্গারা ৩ বছর আগে মিয়ানমার থেকে পালিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নেয়। কক্সবাজারে তাদের কয়েকজন আত্মীয় বসবাস করেন। পরবর্তীতে কক্সবাজারে যাওয়ার উদ্দেশ্যে তারা ভারত থেকে সীমানা অতিক্রম করে কুমিল্লায় আসে।’’

তাদেরকে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

   

About

Popular Links

x