পটুয়াখালী থেকে ঢাকাগামী সুন্দরবন-৯ ও জামাল-৫ নামের ডাবল ডেকার দুটি লঞ্চ বাউফল উপজেলার কারখানা নদীর ডুবোচরে আটকা পড়েছে।
গতকাল শুক্রবার রাত ৮টার দিকে প্রায় দুই হাজার যাত্রী নিয়ে লঞ্চ দুটি আটকা পড়ে। এর আগে বিকেল সোয়া ৫টায় পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয় সুন্দরবন-৯ ও জামাল-৫।
বিষয়টি নিশ্চিত করে পটুয়াখালী বিআইডাব্লিউটিএ কর্মকর্তা খাজা সাদিকুর রহমান ইউএনবিকে জানান, আটকে পড়া লঞ্চ ও যাত্রীরা নিরাপদে আছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রাত ৮টায় বাউফলের কারাখানা ও বাকেরগঞ্জের কবাই নদীর সংযোগস্থলে পৌঁছালে নব্যতা সংকটের কারণে লঞ্চদুটি ডুবোচরে আটকা পড়ে।
জামাল-৫ লঞ্চের সুপারভাইজার আবদুল কাদের ইউএনবিকে জানান, তারা জোয়ারের অপেক্ষা করছেন। জোয়ার এলে ঢাকার উদ্দেশে যেতে সক্ষম হবেন।