Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

তিন কোটি টাকার সেতুতে উঠতে লাগে কাঠের মই

২০২১ সালে হানুয়া বাজার সংলগ্ন খালের উপর সেতুটি নির্মাণ করা হয়েছিল

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ১১:৪৬ পিএম

সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় তিন কোটি টাকা ব্যয়ে করা সেতুতে উঠতে হচ্ছে ২০ ফুট লম্বা কাঠ-বাঁশের মই দিয়ে। এর ফলে সেতুটি কার্যত স্থানীয় বাসিন্দাদের কোনো কাজেই আসছে না।

২০২১ সালে হানুয়া বাজার সংলগ্ন খালের উপর সেতুটি নির্মাণ করা হয়েছিল।

স্থানীয় বাসিন্দারা প্রতিদিন অনেক কষ্টে সেতুটি পার হচ্ছেন। এমনকি এতে প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ছেন অনেকেই।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে ২০১৮-২০১৯ অর্থবছরের ১৯ ডিসেম্বরের মধ্যে সেতুটির কাজ শেষ হওয়ার কথা ছিল।

তবে ঠিকাদার নাসির মাঝি ২০১৯ সালের জুলাই মাসে কাজ শুরু করেন। ২০২১ সালের এপ্রিলে সেতু ও উপরের রেলিং ঢালাইয়ের কাজ শেষ হয়।

দেড় বছর পার হয়ে গেলেও ঠিকাদার কর্তৃপক্ষ সংযোগ সড়ক নির্মাণের কোনো উদ্যোগ নেয়নি। ফলে সেতুটি প্রায় অকেজো হয়ে পড়ে আছে।

সেতুর দুপাশে অবস্থিত বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যকেন্দ্র, স্থানীয় লঞ্চঘাট ও বাসস্ট্যান্ডে যেতে মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন।

২০ ফুট উঁচু কাঠের মই দিয়ে সেতু পার হওয়ার সময় বিশেষ করে শিক্ষার্থী ও বয়স্ক ব্যক্তিরা দুর্ঘটনার সম্মুখীন হয়।

এদিকে স্থানীয় এলজিইডির কর্মকর্তারা অভিযোগ পেয়েও কোনো ব্যবস্থা নেননি।

উপজেলা প্রকৌশলী আবুল খায়ের জানান, সংযোগ সড়ক নির্মাণের জন্য আরও বরাদ্দ চাওয়া হয়েছে। 

“বরাদ্দ পেলেই সংযোগ সড়ক নির্মাণের কাজ শুরু হবে,” তিনি বলেন।

   

About

Popular Links

x