আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে থাইল্যান্ড থেকে তার মরদেহ নিয়ে শাহজালালা বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট।
গত বৃহস্পতিবার (৩ জানুয়ারি) সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই আওয়ামী লীগ নেতা।
বিমানবন্দরে সৈয়দ আশরাফের মরদেহ গ্রহন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের সাবেক এই সাধারণ সম্পাদকের মরদেহ রবিবার বাদ আসর বনানী কবরস্থানে দাফন করা হবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
সন্ধ্যা সাতটায় সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ ২১ বেইলি রোডে তার সরকারি বাসভবনে নেওয়া হয়। সেখান থেকে মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতালের হিমঘরে রাখা হয়।
প্রসঙ্গত, মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের জ্যেষ্ঠ পুত্র সৈয়দ আশরাফুল ইসলাম। ১৯৯৬ সাল থেকে কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলা) আসনে টানা পাঁচটি জাতীয় নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন সৈয়দ আশরাফ। গত ৩০ ডিসেম্বরের নির্বাচনেও বিজয়ী হন তিনি।
ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে গত জুলাই থেকে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই আওয়ামী লীগ নেতা। গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত পৌনে ১০টার দিকে মারা যান তিনি।