Thursday, March 27, 2025

সেকশন

English
Dhaka Tribune

সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রিসভার

সচিব বলেন, সাইবার নিরাপত্তা জোরদার করতে আধুনিক যন্ত্রপাতি নিশ্চিত করতে বলেছে মন্ত্রিসভা

আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, ১১:৫৯ পিএম

দেশের সার্বিক সাইবার নিরাপত্তা জোরদার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (১২ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক থেকে এ নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, “সাইবার নিরাপত্তা জোরদার করতে আধুনিক যন্ত্রপাতি নিশ্চিত করতে বলেছে মন্ত্রিসভা।”

সচিব বলেন, “দেশ যেহেতু ডিজিটাল ব্যাংকিংয়ের দিকে যাচ্ছে সেহেতু সাইবার নিরাপত্তার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।”

আনোয়ারুল ইসলাম বলেন, “সাবমেরিন ক্যাবলের জন্য গৃহীত প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে মন্ত্রিসভা নির্দেশনা দিয়েছে।”

“এটি সরবরাহ নিশ্চিত করতে গ্যাস ও তেলের পাইপলাইন সরবরাহের কাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে।”

মন্ত্রিসভা “সরকারি চাকরি (সংশোধন) আইন”-এর খসড়া অনুমোদন করেছে, তিনি বলেন, “সংসদে আইনটি পাস হলে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোকে সরকারি প্রতিষ্ঠানের মতো আর্থিক বিষয়ে অর্থ বিভাগের সম্মতি প্রয়োজন হবে।”


তিনি বলেন, “২০১৮ সালে সংসদে 'সরকারি চাকরি আইন' পাস হয়েছিল তবে এতে কিছু অস্পষ্টতা ছিল।”

তিনি বলেন, “স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোও এ আইনের আওতায় থাকবে।”

“দ্বৈত কর আরোপ ও কর ফাঁকি রোধে ইরান ও বাংলাদেশের মধ্যে চুক্তি অনুমোদনের সুপারিশ করেছে মন্ত্রিসভা।”

খন্দকার আনোয়ারুল ইসলাম শেষবারের মতো মন্ত্রিপরিষদ সচিব হিসেবে মন্ত্রিপরিষদের বৈঠকে যোগ দেন। তিনি ১৫ ডিসেম্বর অবসর-পরবর্তী ছুটিতে যাবেন।

এরই মধ্যে নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন পানিসম্পদ বিভাগের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।

   

About

Popular Links

x