Tuesday, August 05, 2025

সেকশন

English
Dhaka Tribune

ঘন কুয়াশায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৬ দুর্ঘটনা, নিহত ১

টাঙ্গাইলের ট্রাফিক সার্জেন্ট বলেন, সকাল থেকে মির্জাপুরের বিভিন্ন এলাকায় ১৫ থেকে ১৬টি দুর্ঘটনা ঘটছে। ঢাকামুখী লেন বন্ধ রয়েছে। তবে সার্ভিস লেন দিয়ে যানবাহন চলছে

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ১২:০৪ পিএম

ঘন কুয়াশায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অন্তত ১৬টি সড়ক দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। এর মধ্যে ধল্যা-মনসুর এলাকায় বাস দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে মহাসড়কের মির্জাপুরের ধল্লা থেকে চরপাড়া পর্যন্ত এক কিলোমিটার এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণে মহাসড়কের ঢাকামুখী লেন বন্ধ রয়েছে।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লাহ টুটুল ঢাকা ট্রিবিউনকে বলেন, “সকাল ৯টায় মহাসড়কের ধল্যা-মনসুর এলাকায় ঢাকামুখী লেনে পিকআপভ্যানের পেছনে বাসের ধাক্কায় একজন নিহত হন। নিহত ব্যক্তি বাস চালকের সহকারী। মরদেহ থানায় নেওয়া হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি।”

টাঙ্গাইলের ট্রাফিক সার্জেন্ট মোস্তাক আহমেদ বলেন, “সকাল থেকে মির্জাপুরের বিভিন্ন এলাকায় ১৫-১৬টি দুর্ঘটনা ঘটছে। ঢাকামুখী লেন বন্ধ রয়েছে। তবে সার্ভিস লেন দিয়ে যানবাহন চলছে। মহাসড়কে পুলিশ কাজ করছে। অবস্থা দ্রুত স্বাভাবিক হবে।”

   

About

Popular Links

x