Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

শ্রীপুরে দেড়শ রাজাকারের তালিকা প্রস্তুত

গাজীপুরের শ্রীপুর উপজেলার দেড়শ রাজাকারের তালিকা প্রস্তুত করার কথা জানিয়েছেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আ জ ম এনামুল হক

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ০৬:৫২ পিএম

গাজীপুরের শ্রীপুর উপজেলার দেড়শ রাজাকারের তালিকা প্রস্তুত করার কথা জানিয়েছেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আ জ ম এনামুল হক।

তিনি বলেছেন, “যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, বাড়ি থেকে নারীদের ধরে পাক হানাদার বাহিনীর ক্যাম্পে নিয়ে যেতো- এমন ব্যক্তিদের নামসহ বিস্তারিত তালিকা তৈরি করা হয়েছে। কিছুদিনের মধ্যে এই তালিকা চূড়ান্ত করে প্রকাশ করা হবে।”

শনিবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির কার্যালয়ে বিজয় দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

আ জ ম এনামুল হক বলেন, “যুদ্ধকালীন প্রথম অভিযানে শ্রীপুর উপজেলায় ১৮ রাজাকারকে আটক করা হয়েছিল। এর মধ্যে তিন জনকে মুক্তিযোদ্ধারা হত্যা করেন। বাকিদের মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে রান্নাবান্নাসহ নানা কাজ করাতেন। এসব রাজাকারের জন্য দেশ স্বাধীন করতে আমাদের বেশি সময় লেগেছিল।”  

শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি আনিছুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ সেলিমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুন-অর রশীদ ফরিদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লা ও প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আ জ ম এনামুল হক।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি আলমগীর হোসেন, শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি সহকারী অধ্যাপক আবু বকর সিদ্দিক আকন্দ, সাধারণ সম্পাদক কাজী আকতার হোসেন, গাজীপুর জজ কোর্টের আইনজীবী এমদাদুল হক মাসুম, দৈনিক ভোরের চেতনার সহ-সম্পাদক হাদিউল আলম মোড়ল এবং সাংবাদিক ও শিক্ষক সোলায়মান মোহাম্মদ প্রমুখ।

   

About

Popular Links

x