Saturday, June 21, 2025

সেকশন

English
Dhaka Tribune

টাঙ্গাইলে শুরু হয়েছে ৩ দিনব্যাপী লালনমেলা

শুক্রবার রাতে মেলার উদ্বোধন করা হয়

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ০৯:১৫ পিএম

লালন সাঁইয়ের ভাবধারা নিয়ে টাঙ্গাইলের কালিহাতীতে তিনদিন ব্যাপী সাধু সম্মেলন ও লালন মেলা শুরু হয়েছে। শুক্রবার (৪ জানুয়ারি) রাতে উপজেলার খিলদা উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলার উদ্বোধন করা হয়।

তিনদিন ব্যাপী সাধু সম্মেলন ও লালন মেলার ১ম দিন প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিহাতী সার্কেল) মাসুদুর রহমান মনির। 

প্রতিদিনই মেলা মাঠে স্থাপিত মঞ্চে লালন সাঁইয়ের গানের মাধ্যমে তার ভাবধারাকে তুলে ধরবেন লালন সাধকেরা।  

কেন্দ্রীয় সাধু সংঘ পাঠাগারের সভাপতি বিপ্লব সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালিহাতী থানার ওসি ও কেন্দ্রীয় সাধু সংঘ পাঠাগারের প্রধান উপদেষ্টা মীর মোশারফ হোসেন, তদন্ত ওসি নজরুল ইসলাম, বাংড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ,বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী উপজেলা শাখার সভাপতি শহিদুল আলম সিদ্দিকী রাঙ্গা, বাংড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোখলেছুর রহমান, খিলদা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আবুল হোসেন সরকার, খিলদা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি আব্দুল মান্নান প্রমূখ।

   

About

Popular Links

x