Sunday, March 23, 2025

সেকশন

English
Dhaka Tribune

শাহরিয়ার: রাষ্ট্রদূতদের বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস জানা জরুরি

রাষ্ট্রদূতদের প্রকাশ্যে কোনো বিবৃতি দেওয়ার আগে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বোঝা দরকার বলে মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, ১১:৫৭ এএম

রাষ্ট্রদূতদের প্রকাশ্যে কোনো বিবৃতি দেওয়ার আগে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বোঝা দরকার বলে মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অব স্টেট ওয়েন্ডি শেরম্যানের সঙ্গে টেলিফোনে কথা বলার সময় তিনি এই মত প্রকাশ করেন। ডেপুটি সেক্রেটারি ও প্রতিমন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্কের পারস্পরিক অগ্রাধিকার নিয়ে আলোচনা করেন।

শাহরিয়ার ও শেরমান কূটনৈতিক সম্পর্ক ১৯৬১-এর ভিয়েনা কনভেনশনে পারস্পরিক প্রতিশ্রুতির বিষয়েও কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “বাংলাদেশে কূটনৈতিক সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। রাষ্ট্রদূতরা বরাবরের মতো পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে।”

সাম্প্রতিক জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল (ইউএনএইচআরসি) নির্বাচনে বাংলাদেশের বিজয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানান শারম্যান। তিনি আন্তর্জাতিক ফোরামে একে অপরকে সমর্থন করার জন্য সন্তুষ্টি প্রকাশ করেন।

শারম্যানের সঙ্গে প্রতিমন্ত্রীর এই টেলিফোন যোগাযোগটি ১২ ডিসেম্বর নির্ধারিত ছিল কিন্তু পরে তা পুনঃনির্ধারণ করা হয়।

   

About

Popular Links

x