Sunday, May 26, 2024

সেকশন

English
Dhaka Tribune

শপথ নিলেন এরশাদ

অসুস্থতার কারণে গত বৃহস্পতিবার সাংসদ হিসেবে শপথ নিতে যাননি এরশাদ

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৯, ০১:২৩ পিএম

সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। রবিবার (৬ জানুয়ারি) বেলা ১২টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তার দফতরে শপথ পাঠ করান এরশাদকে।

অসুস্থতার কারণে গত বৃহস্পতিবার সাংসদ হিসেবে শপথ নিতে যাননি এরশাদ। জাপা সূত্রে জানা গেছে, নিয়মিত রক্ত পরীক্ষার অংশ হিসেবে এরশাদ সিএমএইচে ভর্তি হয়েছিলেন। রবিবার সেখানে থেকে সংসদ ভবনে গিয়ে শপথ নেন বল ইউএনবির একটি খবরে বলা হয়েছে।

শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান জিএম কাদেরসহ জাতীয় পার্টির শীর্ষ নেতারা।

রংপুর–৩ আসন থেকে এবার সাংসদ নির্বাচিত হন তিনি। তবে অসুস্থতার কারণে নির্বাচনী এলাকায়ও যেতে পারেননি তিনি। গত ১০ ডিসেম্বর চিকিৎসার জন্য এরশাদ সিঙ্গাপুর যান। ২৬ ডিসেম্বর চিকিৎসা শেষে দেশে ফেরেন তিনি।

About

Popular Links