Sunday, May 19, 2024

সেকশন

English
Dhaka Tribune

ঠান্ডার তীব্রতায় ভারতে মাটির নিচ থেকে পানির বদলে উঠছে বরফ (ভিডিও)

পাইপ থেকে বরফ বেরিয়ে আসার সেই ভিডিও-ই এখন ভাইরাল

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৯, ০৫:১৬ পিএম

সকালে খেতে পানি দিতে গিয়েছিলেন ভারতের হরিয়ানার ধনিরাম। পানি দেওয়ার জন্য পাম্প চালু করেন।কিন্তু পাম্প চালু থাকা সত্ত্বেও পাইপ থেকে পানি বের হচ্ছিল না। 

পাম্পে কোনও গোলমাল হলো কি না তা ভাল করে খতিয়ে দেখতে গেলে ধনিরাম দেখলেন, পাম্প ঠিকঠাকই আছে।পাইপের ভিতরে কিছু আটকে আছে কিনা ভেবে তা নিয়ে নাড়াচাড়া করতেই মিনিট খানেক পরে পাইপের ভিতর থেকে যা বের হয়ে এলো তা দেখে রীতিমত চমকেই ওঠেন হরিয়ানার এই চাষি।

দিল্লি-সহ গোটা উত্তর ভারতে তাপমাত্রা লক্ষণীয় মাত্রায় কমছে। হরিয়ানাতেও তাপমাত্রা এতটা নেমে গিয়েছে যে প্রচণ্ড ঠাণ্ডায় পাইপের ভিতরে জমে থাকা পানি জমে বরফ হয়ে গিয়েছিল। সেই জমে থাকা বরফ এক একটা মোটা লাঠির আকারে পাইপের ভিতর থেকে হুড়হুড় করে বেরিয়ে আসতে শুরু করে। পাইপের ভিতর থেকে পানির পরিবর্তে বরফ বেরিয়ে আসতে দেখে বেশ অবাকই হন ধনিরাম। তিনি বলেন, “পাম্পের কোনও সমস্যা হচ্ছে ভেবেছিলাম প্রথমে। কিন্তু পাইপের ভিতর থেকে এ ভাবে বরফ বেরিয়ে আসবে ভাবিনি। আমার অবাক হওয়ার বিষয়টি দেখে ছেলেরা হেসে গড়িয়ে পড়ে"।


পাইপ থেকে বরফ বেরিয়ে আসার সেই ভিডিও-ই এখন ভাইরাল। ঘটনাটি গত ৩ জানুয়ারির।


About

Popular Links