Friday, March 21, 2025

সেকশন

English
Dhaka Tribune

বগুড়ায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম শুরু

রোববার সকাল ৮টায় বগুড়া ও ঠাকুরগাঁয়ে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম শুরু হয়েছে

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৯, ০৯:০৭ পিএম

বগুড়া শহরতলির নওদাপাড়া এলাকায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভ্যাক) কার্যক্রম শুরু হয়েছে। রোববার সকাল ৮টায় বগুড়া ও ঠাকুরগাঁয়ে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম শুরু হয়েছে।

ভিসা সেন্টারের ইনচার্জ সুমন দাস ও সুপারভাইজার আতাউর হোসেন জানান, বগুড়া কেন্দ্রে জয়পুরহাট, নওগাঁ ও সিরাজগঞ্জ জেলার আবেদন গ্রহণ করা হবে। 

বগুড়া সদরের নামুজা গ্রামের নজরুল ইসলাম জানান, ব্যবসা ও চিকিৎসহ নানা কারণে তাকে মাঝে মাঝে ভারতে যেতে হয়। আগে অনেক কষ্ট ও ভোগান্তি সহ্য করে রাজশাহী থেকে ভিসা সংগ্রহ করতে হতো। এখন বগুড়ায় অফিস হওয়ায় তাদের ভোগান্তি কমার সম্ভবনা রয়েছে। 

জানা গেছে, বগুড়ার ভিসা আবেদন সেন্টারটি রাজশাহীতে অবস্থিত ভারতীয় সহকারি হাইকমিশনারের কার্যালয় থেকে নিয়ন্ত্রণ হবে। 

   

About

Popular Links

x