Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

পাঁচ দিন ধরে হাসপাতালে ভর্তি পরিকল্পনামন্ত্রী

প্রথমে সিএমএইচ হাসপাতাল ও পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন মন্ত্রী

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩, ০৯:৫৩ পিএম

গত পাঁচ দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি ঠান্ডা কাশি, সর্দি, বুকে কফ ও শ্লেষ্মা জমে অসুস্থ হয়ে পড়া বেশ কয়েকদিন ধরেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

প্রথমে সিএমএইচ হাসপাতাল ও পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন মন্ত্রী। 

সোমবার (২৩ জানুয়ারি) পরিকল্পনা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন। অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তিনি বলেন, মন্ত্রী মহোদয়ের বুকে কফ জমেছে। এছাড়া ঠান্ডা ও সর্দির সমস্যাও আছে। পাঁচদিন ধরে তিনি বিএসএমএমইউতে ভর্তি রয়েছেন। সেখানেই চিকিৎসা চলছে।

   

About

Popular Links

x