Wednesday, March 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

রাঙ্গামাটিতে দুই পক্ষের গোলাগুলিতে নিহত ১

ওসি বলেন, রাইখালী ইউনিয়নের গংগ্রিছড়া এলাকায় জেএসএস (সন্তু লারমা) এবং এমএনপি (মগ) পার্টির মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ১১:২৫ এএম

রাঙ্গামাটির কাপ্তাই পাহাড়ে দুই আঞ্চলিক দলের গোলাগুলিতে সম্রাট (৩২) নামে একজনের মৃত্যু হয়েছে। 

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, উপজেলার রাইখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গংগ্রিছড়া এলাকায় বুধবার (২৫ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত গোলাগুলির এ ঘটনা ঘটে।

ওসি বলেন, রাইখালী ইউনিয়নের গংগ্রিছড়া এলাকায় জেএসএস (সন্তু লারমা) এবং এমএনপি (মগ) পার্টির মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। সংবাদ পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ টহলদল ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করে। রাত ১১টার দিকে তার লাশ চন্দ্রঘোনা থানায় নিয়ে আসা হয়। বর্তমানে মরদেহটি পুলিশের হেফাজতে রয়েছে।

উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা বলেন, ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্যের মাধ্যমে গংগ্রিছড়া এলাকায় দুই পক্ষের গোলাগুলির ঘটনা জানতে পেরেছি। সেখানে একজন নিহত হয়েছেন।

   

About

Popular Links

x