Tuesday, March 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

হজের নিবন্ধন শুরু ৮ ফেব্রুয়ারি

২০২৩ সালে বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৩১ পিএম

এ বছর (২০২৩) সরকারি ও বেসরকারিভাবে হজে যেতে নিবন্ধন শুরু হবে আগামী ৮ ফেব্রুয়ারি (বুধবার)। নিবন্ধন শেষ হবে ২৩ ফেব্রুয়ারি।

রবিবার (৫ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে ধর্ম মন্ত্রণালয়। 

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন হজ অনুষ্ঠিত হবে।

হজচুক্তি অনুযায়ী, ২০২৩ সালে বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন।

এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।

এছাড়া সরকারি ও বেসরকারিভাবে হজ প্যাকেজ ইতোমধ্যেই ঘোষণা করেছে সরকার।

সরকারিভাবে এ বছর হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে ৬ লাখ ৮৩ হাজার ১৫ টাকা; বেসরকারিভাবে ৬ লাখ ৭২ হাজার ৬১৮টাকা ধরা হয়েছে।

“মক্কা রোড চুক্তি” অনুযায়ী এবারই প্রথম শতভাগ হজযাত্রীদের প্রি-এরাইভাল ইমিগ্রেশন ঢাকায় হবে। গতবারের মত একার ৬৫ বছরের বয়সসীমাও রাখা হচ্ছে না।

   

About

Popular Links

x