Saturday, May 25, 2024

সেকশন

English
Dhaka Tribune

দুই শিশু হত্যার ঘটনায় গ্রেফতার ২

‘আসামিদের সর্বোচ্চ শাস্তি যাতে নিশ্চিত হয় সে ব্যাপারে আমরা তথ্য প্রমাণ ও আলামত দিয়ে সহায়তা করবো’

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ০৪:৩৪ পিএম

রাজধানীর ডেমরায় সাজিয়ে দেওয়ার প্রলোভনে দেখিয়ে দুই শিশু ধর্ষণের চেষ্টা ও  হত্যার ঘটনায় মূল আসামি গোলাম মোস্তফা ও তাঁর খালাতো ভাই আজিজুল বাওয়ানিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফরিদ উদ্দিন সংবাদ সম্মেলনে একথা বলেন। 

ডিসি জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে,  ধর্ষণের জন্য  দুই আসামি ইয়াবা গ্রহণ করে, সেসময়  জোরে গানও ছেড়ে দেয় তারা। পরে শিশু দুটির চিৎকারের কারণে তাদের গলা টিপে হত্যা করা হয়। এজন্য যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো বলেন ‘আসামিদের আদালতে পাঠানো হবে। তাদের সর্বোচ্চ শাস্তি যাতে নিশ্চিত হয় সে ব্যাপারে আমরা তথ্য প্রমাণ ও আলামত দিয়ে সহায়তা করবো।’

সোমবার দুপুরে খেলার সময় থেকে নিহত দুই শিশুর ফারিয়া আক্তার দোলা (৫) ও নুসরাত জাহান (৪) কে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজি শেষে তাদের না পেয়ে এলাকায় মাইকিং করা হয়। এরপর দুই শিশুর মরদেহ মোস্তফার বাসা থেকে উদ্ধার করা হয়। প্রসঙ্গত, মোস্তফা পেশায় পোশাক শ্রমিক।

About

Popular Links