Wednesday, August 13, 2025

সেকশন

English
Dhaka Tribune

কক্সবাজারে ৪.১০ মাত্রার ভূমিকম্প

ভূমিকম্পের কারণে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৩৫ পিএম

কক্সবাজারে ৪.১০ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ৩৯ মিনিটের দিকে এই ভূমিকম্প অনুভূত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ আব্দুর রহমান।

তিনি বলেন, ‌‌“বিকাল ৪টা ৩৯ মিনিটে মিয়ামারের অভ্যন্তরে ২০.৯০ অক্ষাংশ এবং ৯২.৩৩ দ্রাঘিমাংশে ভূকম্পনটির উৎপত্তি হয়েছে। যেটি ঢাকা থেকে ৩৭৭ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে অবস্থিত। এর ফলে ৪.১০ মাত্রার কম্পন অনুভূত হয়েছে কক্সবাজারে।”

সৃষ্ট ভূমিকম্পের কারণে সংশ্লিষ্টদের কাছ থেকে এই পর্যন্ত (বিকাল সাড়ে ৫টা) ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

   

About

Popular Links

x